হলদি বনে ফুল ফুটেছে দুয়ার খুলে দেখি
কখন যেন মনের পটে নামটি তোমার লিখি
অনেকগুলো শ্রাবণ গেল অনেক বরষা
এক ফোঁটা জল পাইনি কেবল মেটাই পিপাসা
তোমার বুকে কুসুম দোলে আমার চোখে সুখ
স্বপ্নমাখা ফাগুন বেলা আগুন লাগা দুখ্
জোনাক জ্বলা রাত পোহালে শুক তারাটি হাসে
বরই ফুলের নথ পরেছ শুধুই মনে আসে
পথের পাশে উঠলে ফুটে হঠাৎ বুনোফুল
যত্ন করে কার কানেতে পরিয়ে দেব দুল
সাত সকালে শিউলি তলে অবাক চেয়ে রই
লুটিয়ে থাকা ফুল কুড়োবে এমন মানুষ কই !
আমন ধানের গন্ধ নিয়ে আসল পুবের হাওয়া
আমার তবু হলো না শেষ পথের পানে চাওয়া।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন