দোলের চাঁদ ফেরারী; জোছনা পিয়াসী ঘাস
রঙ খেলায় উম্মুক্ত , ভোরের পাখিরা জোছনাভূক
তরঙ্গকে ধারণ করবে বলে নতুন পালকে সাজে।
একটু একটু করে সময় হেঁটে যায় জীবনের উত্তাপে
ভাঙ্গা সিঁড়ি; অনিকেত পথে।
আলোকসজ্জার আড়ালে অন্ধকার অনিবার্য প্রশ্ন তোলে-
অন্ধের দোল পূর্ণিমা সারা বছরই থাকে ।
জোয়ার ভাটায় আজ না হয় কাল-আকাল
দ্রোহের দহনে বীর্যপাতের সম্ভাবনা আগামীর জঠরে।
ফেরারী চাঁদ তখনো অদৃশ্য-অস্পৃশ্য থাকে...
দেখো না মুখ কাফনের কফিন খুলে
শিউলির হাত ধরে স্মৃতিরা পার হয় সাঁকো
কত আর দূর সময়ের উপাখ্যানে রাত হয় ভোর
দেখো না মুখ কাফনের কফিন খুলে ।
দেহ-মন-আত্মা কেউ কারো নয়,
তবু এক সাথে থাকে ।
পৃথিবী উল্টো পথে উল্টো দিকে চলে
নদীর মতো ঠিকানা কি ভুলে যায়?
দিন-রাত চলে অন্তহীন পুনর্বাসন
নিষ্ঠুর শিকারি শরে বিষ মিশিয়ে রাখে।
জোছনার গহনায় লেগে থাকে ঘাস ফুলের গন্ধ
রাতের অভিসারে জোনাকির কারুকাজ।
আমাদের উঠানে জোছনার কৌণিক হাসি
নিয়ে আসে এক দণ্ড অবসর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন