বৃহস্পতিবার, ২৯ মে, ২০১৪

চন্দন চৌধুরী ।। নিলাম

আমি না-হয় তোমার নামে নিলাম হলাম
দুঃখগুলো বাষ্প করে উড়িয়ে দিলাম
এবার বুঝি তেপান্তরে মুখ লুকিয়ে নিখোঁজ হবো
ঘাসের কাছে নিজের হাসি সঁপেই দিলাম

তুমি না-হয় জেগেই থাকো ঘুমের নামে
চাঁদপ্রহরে ঘুঘুর ডাকে কান দিও না
আমি না-হয় রাতের নামে আড়াল হবো
তমাল ছায়ার রোদের মতো কান্না হবো

হয়তো আমায় কেউ নেবে না কেউ ছুঁবে না
ভর-কুয়াশার শিশির হয়ে পড়বো ঝরে
হয়তো তখন তোমার ঘরে কেউ যাবে না
পথের পাশে খরকুটো এক থাকবো পড়ে

আমি না-হয় তোমার নামে হারিয়ে গেলাম
তুমি এবার নিজের মতো আকাশ অাঁকো
আমার মতো দুঃখপোড়া আর হয়ো না
কুসুম হয়ে ডিমের খোসায় লুকিয়ে থাকো

আমার নামে তোমার কাছে কেউ যাবে না
আমার ঘ্রাণে যাচ্ছে ভেসে মাঠের দুপুর
ঘাসের হৃদয় কাঁদছে কাঁদুক, আর দেখো না
হারিয়ে যাবো তোমার নামে বাজিয়ে নুপুর

আমি না-হয় তোমার নামে নিলাম হলাম
যদিও জানি এই আমাকে কেউ নেবে না
বলবে না কেউ, এই কবিটা একলা কেনো!
আমি না-হয় মন-পোড়াতে নিখোঁজ হলাম
আমি না-হয় তোমার কাছে হারিয়ে হলাম
আমি না-হয় তোমার মনে একলা হলাম

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন