বৃহস্পতিবার, ২৯ মে, ২০১৪

হৃদয়ের দাগগুলো ।। তাহিতি ফারজানা

দীর্ঘ দীর্ঘ দিন প্রেম জমে, বর্ষণ হয় না 
দাগগুলো শুকায়, জেগে উঠে বিপ্লব বাহানায় 
পৃথিবীর দাগগুলো। 
আবছায়া অনুরণন আলোতে আসে না 
হতে পারতো যেকোনো মূল্যে অন্ধকারগুলো বুক ভরে 
বেঁচে থাকা, উচ্ছ্বাস 
বৃথা যেত না কোনো শিষ, কোন রাতজাগা। 
হতে পারতো ভাবগুলো অমর 
পাখির ঠোঁটে জমা রেখে রাজবাড়ি, রাজনীতি
রাজপথে মিশে যেতে পারতো সভ্যতা। 

আজো কেবল ভালবাসা চেয়ে টিনের চালে শিশির পতন 
মানুসে মানুসে যত মাখামাখি, যত অনটন।
জেগে উঠে দাগগুলো প্রিয় নামের শপথে
হৃদয়ের দাগগুলো।
হতে পারতো তারা অঘোষিত শান্তি, তবু হয় না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন