শুক্রবার, ২০ জুন, ২০১৪

বর্ষণমুখর সন্ধ্যায় কবিদের বর্ষার কবিতা পাঠ


Photo

বাইরে বৃষ্টি, হলের ভিতরে সুনসান নিরবতা। কবি আর দর্শক-শ্রোতা একাকার হয়ে উপভোগ করেছেন বর্ষার কবিতা। একের পর এক কবি মঞ্চে আসছেন আর তাঁর কবিতা পাঠে দর্শক-শ্রোতা বিমোহিত হচ্ছেন। এ এক অন্যরকম আয়োজন, এক ভিন্ন মেজাজী আয়োজন। শুধুমাত্র কবিতা আর কবিতা। বগুড়াতে এই প্রথম অগ্রজ-অনুজের সমন¦য়ে শুধুমাত্র বর্ষার কবিতা পাঠের আয়োজন। আয়োজনের  শিরোনাম ছিল ‘বর্ষায় কবিতা, কবিতায় বর্ষা’। বগুড়ার ঐতিহ্যবাহি সাহিত্য সংগঠন বগুড়া লেখক চক্রের আয়োজনে গতকাল শুক্রবার সন্ধ্যায় উডবার্ণ পাবলিক লাইব্রেরী মিলনায়তনে ভিন্নধর্মী এই আয়োজন শ্রোতাদের বিমোহিত করে। অনেক অপরিচিত কবি যেমন কবিতা পাঠ করেছেন, তেমনি ছিলেন অনেক সাংবাদিক। যাঁরা কবিতা থেকে সাংবাদিকতায় এসেছেন কিংবা সাংবাদিকতা থেকে  কবিতায়। স¦-রচিত কবিতা পাঠের এই আসরে তরুণদের প্রাধান্য ছিলো চোখে পড়ার মতো। বর্ষার কবিতা পাঠ পর্বের আগে সংক্ষিপ্ত এক আলোচনা সভা সংগঠনের সভাপতি কবি ইসলাম রফিকের সভাপতিতে¦ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ষাট দশকের অন্যতম কবি, অনুবাদক ও শিক্ষাবিদ বজলুল করিম বাহার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ষাট দশকের আর এক কবি প্রফেসর মুহম্মদ শহীদুল্লাহ, কবি রেজাউল করিম চৌধুরী, কবি শোয়েব শাহরিয়ার, কবি মনজু রহমান, বৃহত্তর বগুড়া সমিতি-ঢাকার সভাপতি মাসুদুর রহমান রন্টু, বগুড়া থিয়েটারের সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়না এবং বগুড়া লেখক চক্রের উপদেষ্টা আতিকুর রহমান মিঠু ও এ্যাড. পলাশ খন্দকার। সভায় স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক আমির খসরু সেলিম। কবিতা পাঠের এক ফাঁকে কবি মনসুর রহমান এর ৭৯তম জন্মদিন উপলক্ষে বগুড়া লেখক চক্রের পক্ষ থেকে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং তাঁর দীর্ঘায়ু কামনা করা হয়।

 স¦রচিত কবিতা পাঠে অংশগ্রহন করেন- বজলুল করিম বাহার, মুহম্মদ শহীদুল্লাহ, রেজাউল করিম চৌধুরী, শোয়েব শাহরিয়ার, মনজু রহমান, খন্দকার বজলুর রহিম, খৈয়াম কাদের, পলাশ খন্দকার, আব্দুল খালেক, শিবলী মোকতাদির, পান্না করিম, মতিয়ার রহমান, আজিজার রহমান তাজ, ইসলাম রফিক, জি এম সজল, প্রদীপ ভট্টাচার্য্য শংকর, জে এম রউফ, মনসুর রহমান, শাহান ই জেসমিন ডরোথী, আমির খসরু সেলিম, সেলিম রেজা কাজল, প্রত্যয় হামিদ, আমিনুল ইসলাম রনজু, কামরুন নাহার কুহেলী, সিকতা কাজল, রনি বর্মন, অনামিকা  তাবাসসুম, রনজু ইসলাম, মামুন স্বরকার, করিম মোহাম্মদ, আফসানা জাকিয়া, আনিছ রহমান, মুনজুরুল ইমরান, হাসনাত মোবারক, আল-আমিন মোহাম্মদ, সতেজ মাসুদসহ আরো অনেকে। কবিতার পাঠ পর্ব উপস্থাপনায় ছিলেন কামরুন নাহার কুহেলী ও সিকতা কাজল।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন