জিয়ল মাগুর মাছ কানাঘাই মারে মাটির পাতিল ফুঁড়ে তারা বুদবুদ, তোমার কপোল তলেজেগে থাকে কোজাগরি চাঁদ―চোখের ডানায় নেচে নেচে নেমে আসে ঢেউভাঙামুহুরির যুগলসাম্পান।
সহসা ভুলে যেতে থাকি―ঈশ্বরের চোখ, আক্রান্ত গজল, অভিশ্রুতি, অপিনিহিতি । বিশ্বাসের বিষফল অকপটে খেয়ে নেচে নেচে গেয়ে যাই জোছনাগজল।অচিন ময়না পাখি অদেখা ঈশ্বরী ডানা মেলে ছোটো―নক্ষত্রে বিলীন। ভুল ভালো বাসায় রঙসুর মেখে গড়ে খেলাঘর দেড়যুগ পার, আঠারো পাঁপড়ি রাঙে নীল মেঘগাঙে, রাত জেগে গেয়ে যাই উর্ঘুম উলুকের গান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন