এই সপ্ন আদি ও অন্তহীন অনেক দীর্ঘ
ভাবনার আকাশ জুড়ে
গভীর রাতে ভেসে বেড়ানো একাকী নিঃসঙ্গ নক্ষত্র।
আমার বুক জুড়ে কোমল কামনা কাকে ডাকে, কাকে?
সে কি আসবে এই জীবনে, আসবে কি ফিরে?
হৃদয়ের বেশ্যা কামনারা ফুটায় নগ্ন হুল।
কামিনীর ঝোপে ঝিঁঝি ডাকে, কী গভীর নিরবতা
একাকী এই জীবন ভয়ঙ্কর একাকী
রাতের নিঃসঙ্গতা ও দ্রুতি
সময় নিয়ে যায় কোন দূর উপত্যকায়।
এখানে নির্ঘুম রাত কাটাতে কাটাতে আমি দেখেছি
এখানে উপোস থাকতে থাকতে আমি দেখেছি
আকাশের ভেতর বিরাট এক আলোর মিছিল,
তোমার দেহে যেমন রক্ত ও আত্মা
আমি সেই আত্মা ও বহতা রক্তের ভেতর ডুবে গেছি
গতিশীল প্রাণবন্ত
মনে হয় এ জীবন আত্মার ভেতর এক নিঃসঙ্গ নক্ষত্র।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন