বাবার ছিল দেয়াল ঘেরা বাড়ি
চতুর্দিকে গাছগাছালি বন
গালভর্তি শ্বেতশুভ্র দাড়ি
আকাশছোঁয়া দুয়ারখোলা মন।
বাবার ছিল দীঘল কালো চোখ
ভাসতো সদা মেঘের মতো ছায়া
ছোট্ট বেলা বাপ-মা-হারা শোক
উথলে উঠে টলটলাতো মায়া।
বাবা ছিলেন সবার কতো চেনা
বিশাল ছিল দরদভরা বুক
সহজ তাকে এক হাসিতে কেনা
ত্যাগের মাঝে পেতেন বড়ো সুখ।
আবার বাবা ছিলেন বড়ো জ্ঞানী
ভালোর সাথে নিত্য মাখামাখি
সত্য খুঁজে মূর্খ-সাজা ধ্যানী
আল্লা-ভীরু রাত্রি-জাগা পাখি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন