শনিবার, ১৪ জুন, ২০১৪

চাচইর সবুজ গ্রাম : স্বপ্নময় সুন্দর ভূবন ।। মাহমুদুল হক সৈয়দ



ব্যস্তসমস্ত; বিশাল এই শহরের এক চিলেকোঠায়
দেহটা যখনই এলিয়ে দেই অনিবাসের বিছানায়
মাঝে মাঝে দূর থেকে কে যেনো ডাকে আমায়।

...জানি আমি জানি তারে কোন সে সুদূর প্রিয়া
মমতাময় লাবণ্যময় শ্যামলতায় ঘেরা।

চিনি আমি চিনি তারে ভালো করে চিনি :
চিনি তার প্রধানপথ পার্শ্বপথ ঝোপঝাড় গাছগাছালি।
বাঁশবাগান আমকাঁঠালের বন ; দোফলা ও কাঁচামিঠা আম
বন্য ও রোপিত কুসুম ও ফলদ প্রসূন।
ডোবা পুকুর খালবিল মাছ পাখি; ঘরবাড়ি
বুহিতঘর বুহিতপথ আর সমুদ্রনীল আকাশটা তার।

সবুজ ও স্বর্ণালি ধানখেত দোল খায় পাশাপাশি মুক্ত বাতাসে
চৌদিকে বিরাজমান আহা কী সুন্দর অনুপসৃজন
আহড়ে বিহড়ে ছায়াময় ঝোপঝাড়ে কতো না পাখির গুঞ্জন।
চল চঞ্চল, আপশৈশব, কৈশোরউত্তীর্ণ যৌবনেরই নাম :
চাচইর সবুজ গ্রাম, সৌম্য শান্ত স্বপ্নময় সুন্দর ভূবন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন