শনিবার, ১৪ জুন, ২০১৪

দূরের খোঁজে ।। চন্দন চৌধুরী

আমার ভেতর পড়ছে ভেঙে দূরের অভিমান
ভোরের গায়ে হাত বাড়ানো ক্লান্ত রোদের গান

এখন আমি একটা শালিক, মেঘ ঘর্ঘর সুর
আত্মা আমার আপন ছিল, এখন ভীষণ দূর

মনটা কিন্তু ছুটছে তুমুল, দেখছিও না আমি
এখন তুমি প্রশ্নবোধক, দূরের মতো দামি

দূর-বন্ধু দূর-বন্ধু, কোথায় তোমার গ্রাম?
কোন ওপাড়ে তোমার নিবাস যদিবা জানতাম

তবে আমি মন হারাতাম তেপান্তরের নামে
জীবনটাকে পাঠিয়ে দিতাম একটা দূরের খামে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন