দাঁড়িয়ে আছে পরবাস-দূরে
হলুদ আর নীল দুর্বাঘাস লতা
শীতের সন্ধ্যার কুয়াশার পাড়ে
কিছুটা বিষাদ কিছু প্রেম কিছু জড়তা।
হলুদ আর নীল দুর্বাঘাস লতা
শীতের সন্ধ্যার কুয়াশার পাড়ে
কিছুটা বিষাদ কিছু প্রেম কিছু জড়তা।
কিছু হা-হুতাশ, কিছু হুতাশন
অনুচ্ছ্বাস ঢেউয়ে ভেসে যায়
কিছু জল ঘুরে ঘুরে আসে
চুপিচুপি কার মন ভরে কান্নায়।
জল ভাঙ্গে মন মনামি যখন বাতাসের কলরোলে
ছোট ছোট খেদ ভরাট আবেগ ভেসে যায় উতরোলে।
এই শোকাবহ প্ররোচিত করে প্রলুব্ধ সন্ধ্যার পারাবত
প্রাগাঢ় বেদনারা চায়নি ফেরাতে অনন্ত যাত্রার রথ।
ভেসে গেছে জল ফেনায়িত রোল ভেসে গেছে অবিরতা
ভরা সন্ধ্যায় দাঁড়িয়ে আছে একটি গা্ছের সরল অক্ষমতা।
অনুচ্ছ্বাস ঢেউয়ে ভেসে যায়
কিছু জল ঘুরে ঘুরে আসে
চুপিচুপি কার মন ভরে কান্নায়।
জল ভাঙ্গে মন মনামি যখন বাতাসের কলরোলে
ছোট ছোট খেদ ভরাট আবেগ ভেসে যায় উতরোলে।
এই শোকাবহ প্ররোচিত করে প্রলুব্ধ সন্ধ্যার পারাবত
প্রাগাঢ় বেদনারা চায়নি ফেরাতে অনন্ত যাত্রার রথ।
ভেসে গেছে জল ফেনায়িত রোল ভেসে গেছে অবিরতা
ভরা সন্ধ্যায় দাঁড়িয়ে আছে একটি গা্ছের সরল অক্ষমতা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন