শুক্রবার, ২২ মে, ২০১৫

ভাসমান স্বপ্নগুলো ।। হেনরী স্বপন


হাতের মুঠোয় মৃত্যু নিয়ে
বিদেশ গিয়ে...
আনবে টাকা কাড়ি কাড়ি :
দিচ্ছিলো তাই মরণ সাগর পাড়ি !


বিদেশ ওদের নেয়নি ভালবেসে ;
নৌকা-ট্রলার ভরতি মানুষ
মরছে অথৈ স্রোতে ভেসে ভেসে !

ধূর্ত-দালাল সব নিয়েছে নিঃস্ব করে
তাই ভাসমান স্বপ্নগুলো রাক্ষুসে খপ্পরে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন